চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চায় বিএনপি। দলটি কয়েক মাস ধরেই অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি জানিয়ে আসছে। বিরোধী অধিকাংশ রাজনৈতিক দলেরও একই দাবি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে স্পষ্ট করে কোনো বক্তব্য দেওয়া হয়নি। বরং সরকারের দু-একজন উপদেষ্টার বক্তব্য বিষয়টিকে আরও ধোঁয়াচ্ছন্ন করে তুলেছে বলে অভিমত বিএনপির নীতিনির্ধারকদের। এমন প্রেক্ষাপটে রোডম্যাপ ঘোষণা ইস্যুতে ডিসেম্বর পর্যন্ত দেখতে চায় দলটি। সরকার এই সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ নিয়ে স্পষ্ট করে কিছু না জানালে আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলবে এবং এই দাবিতে তখন রাজপথে সোচ্চার হবে।