আন্দোলনরত শিক্ষার্থীদের ফোনে হুঁশিয়ারি দিলেন সেনাবাহিনীর এক কুলাংগার মেজর| Leaked Call Record.!




আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) জানিয়েছে, এশিয়া একাদশ এবং আফ্রিকা একাদশের মধ্যে একদিনের ম্যাচের সিরিজ, আফ্রো-এশিয়া কাপ, পুনরায় চালু করার পরিকল্পনা চলছে। গত শনিবার (২ নভেম্বর) এসিএ তাদের বার্ষিক সাধারণ সভায় একটি ছয় সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছে। এর উদ্দেশ্য আফ্রিকা অঞ্চলের ক্রিকেটের কাঠামো পুনর্গঠন এবং প্রতিযোগিতামূলক ম্যাচের সুযোগ বৃদ্ধি করা।

এসিএর চেয়ার তাভেনগা মুকুলানি বলেন, ‘আফ্রো-এশিয়া কাপ শুধু খেলার জন্যই নয়, এসিএতেও গুরুত্বপূর্ণ আর্থিক অবদানও রাখবে। 

Post a Comment

Previous Post Next Post

Contact Form