Copyright Owner: Mohammad Hoque |
পরিস্থিতিতে টেকজায়ান্ট অর্থাৎ গুগল ও মেটা (ফেসবুকের মূল কোম্পানি) সম্প্রতি নতুন কিছু প্রটোকল চালু করেছে, যা কনটেন্ট ব্লকিং এড়াতে সাহায্য করছে। তারা ডিএনএস-ওভার-এইচটিটিএস (ডিওএইচ) নামে একটা প্রযুক্তি ব্যবহার করছে, যা ব্যবহারকারীদের ওয়েব ট্রাফিক এনক্রিপ্ট করে দেয়।
এতে ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা বা সরকারের পক্ষে কোন ওয়েবসাইট একজন ব্যবহারকারী দেখছেন, তা জানা কঠিন হয়ে পড়ছে। এ ছাড়া তারা টর নেটওয়ার্কের সঙ্গে সহযোগিতা করছে, যা ব্যবহারকারীদের ‘অ্যানোনিমাস’ হিসেবে ইন্টারনেট ব্রাউজ করতে সাহায্য করে। এর পাশাপাশি ইন্টারনেটে ‘কুইক’–এর মতো প্রটোকল বাড়তে থাকায় কনটেন্ট ফিল্টারিং কোম্পানিগুলোর কাজ বাড়ছে।
যেসব দেশ এ ধরনের দেশব্যাপী কনটেন্ট ব্লকিং করে, তারা প্রায়ই আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়। যেমন রাশিয়া/চীন/মধ্যপ্রাচ্যের ইন্টারনেট নিয়ন্ত্রণ নীতি নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে