Copyright Owner : Mohammad Hoque |
এতে নতুন আইডিয়ার জন্ম হয়, সামাজিক সংহতি বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক উন্নয়নের পথ অনেক বড় হয়। বিভিন্ন ধারণার সংমিশ্রণে নতুন সৃজনশীলতার সৃষ্টি হয়, বিভিন্ন মতামতের মধ্যে যোগসূত্র তৈরি হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, মুক্ত তথ্যপ্রবাহের মাধ্যমে ব্যবসা ও উদ্যোক্তাদের নতুন সুযোগ সৃষ্টি হয়।
সরকারগুলোর উচিত কনটেন্ট ব্লকিংয়ের মতো অকার্যকর কৌশল ফেলে দিয়ে নাগরিকদের ক্ষমতায়নের দিকে মনোযোগ দেওয়া। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান পাওয়া যাবে। ব্লকিংয়ের বদলে সত্য মিথ্যা বোঝার দক্ষতা বৃদ্ধি দীর্ঘস্থায়ী ফল দেবে। সচেতন নাগরিক তৈরির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার হবে।
পাশাপাশি মুক্ত তথ্যপ্রবাহের মাধ্যমে বিশ্বের সঙ্গে সংযোগ বৃদ্ধি পাবে, যা আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়নে সাহায্য করবে। তাই সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাগুলোর উচিত একসঙ্গে কাজটা করা। এতেই গড়ে উঠবে একটা জ্ঞানভিত্তিক, মুক্তচিন্তার ও গণতান্ত্রিক সমাজ, যেখানে সক্রিয় অংশীদারত্বের ভিত্তিতে প্রতিটা নাগরিক ক্ষমতায়নে আসবেন।