MD. Naimul Islam একজন Food Blogger. যিনি নিয়মিতই বাংলাদেশ এর বিভিন্ন খাবার এর রিভিউ করেন। দেশীয় ভিডিও নির্মাতাদের মাঝে একজন তিনি। শুধু তাই নয়। বহুল আলোচিত রেস্টুরেন্ট Titanic Rooftop এর মালিক তিনি। যার অবস্থান মিরপুর ১, ঈদগাহ মাঠ এর ঠিক সামনে।
নেচে নেচে খাবার দেয় - তার রেস্টুরেন্টের সবচেয়ে বিষয় বৈশিষ্ট্য আগত অতিথিদের বিনোদন এর জন্য তার রেস্টুরেন্টের এর কর্মীরা নেচে নেচে খাবার পরিবেশন করেন। অতিথিরাও বেশ আনন্দ পান তাতে।
সাম্প্রতিক দেশ টিভি পর্যন্ত তাদের এই মনোরম দৃশ্য কে তুলে ধরেছে।
আগত অতিথিরাই তার জন্য সব। অতিথিদের যথাযথ আপ্পায়ন এবং মান সম্মত খাবার পরিবেশনই তার প্রধান লক্ষ্য।
Press Reporter
Moha Khadok News